যতটুকু বছরের প্রথম বৃষ্টিভেজা জলকে দুহাতে আলিঙ্গন করে পাওয়া ,
তারও বেশি চোরাবালির টানে হারিয়ে ফেলা ।
যতখানি আলো , তার আরও বেশি অন্ধকার ছায়া ,
যতখানি আসল ,তারে পিছন থেকে আঁকড়ে ধরে কায়া আর মায়া ।
যতটুকু সকালের স্নিগ্ধ আলোকে পরম মমতায় দু'গালে চেপে ধরা ,
তারও বেশি মধ্যাহ্নের সত্যি উত্তাপকে ভ্রূকুটিতে দূরে ঠেলে দেওয়া ।
যতখানি সুর , তার মাঝেও বাজে অসুর ,
যতখানি হলুদ , তার মাঝেও থাকে সরষে ফুলের ভূত ।
যতটুকু বসন্তের বাতাসকে বুকে আগলে রাখা,
তারও বেশি শীতের কুয়াশায় নিজেকে হারাতে না দেওয়া ।
যতখানি ঠিক , তার আরও বেশি ভুল ,
যতখানি স্মৃতি , তার নিঃস্ব একটি ফুল ।
যতটুকু অর্ধমাসের সঙ্গী চন্দ্রের প্রতীক্ষা ,
তারও বেশি বার মাসের সাথী শুকতারাকে না চেনা ।
যতখানি ফাঁক , তার আরও বেশি ফাঁকি ,
যতখানি নীল , তার মাঝেও গরমিল ।
যতটুকু রঙিন স্বপ্নকে দিবারাত্রির কাব্য করে নেওয়া ,
তারও বেশি অতীতের দুঃস্বপ্ন থেকে পালিয়ে বাঁচা ।
যতখানি ঘর , তার থেকেও বেশি বেঘর ,
যতখানি গড়ে নদী , ভাঙ্গে তারও বেশি ।
যতখানি কাঁচা ঘুমকে নিবিড় ভালবাসায় জড়িয়ে ধরা ,
তারও বেশি বিক্ষিপ্ততার মাঝে ডুবে যাওয়া ।
যতখানি বাস্তব , তার থেকেও বেশি হ্যালুসিনেশন ,
যত বড় চিন্তা , তারও অসামান্য বাস্তব ।
যত ধনাত্মক , ক্রমে হয় শূন্য , সম ঋণাত্মকতায় ,
যত অসম্ভব কাব্য ভাঙ্গা -গড়া আর অসমাপ্ত সমাপ্তির আলাপিতায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন