বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

আর কখনই ? - না!

কথা-রা ঘুরেফিরে আমার কাছেই ফিরে বারে বারে ,
কী চায় ওরা? শরত এলো বলেই না গায়ক পাখি
শূন্য হাওয়া ছিঁড়ে ফুঁড়ে উড়ে গেলো । রোদ্দুর,
সেই একই  রোদ্দুর উত্তরা বাতাসের গুঞ্জন ভরা
পাণ্ডুর গাছগুলোকে আরও তাপিয়ে দিয়ে যায় ।

আমরা তো ছিলাম একা - আমাদের স্বপ্নে ,
সে এবং আমি, হাওয়া এসে আমাদের চিন্তা- চুল
সব নাড়া দিয়ে গেলো ।
তারপর দ্বিধাস্বরে  জানতে চাইলো,
"তোমার সবচাইতে সুন্দর দিন ? আজ?"

মেঘে ঢাকা রৌদ্রের মতন তার সেই কণ্ঠ,
বিচ্ছিন্ন হেসেই আমি উত্তর দিলাম।
কিছু অনুক্ত অভিভূতি

তবে প্রথম "হ্যাঁ" হোক সেইসব কিছুর জন্যে যা আমরা দুজনেই ভালোবেসেছিলাম ।