বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

সবার সাথেই "একা"

মাংসের নিচেই এ শরীরের যত না অস্থি ;
তার সাথে থাকে কোনদিন এট্টুখানি মগজ,
আবার কোন কোনদিন থাকে একটি মন ।

দেয়ালে ফুলদানীগুলো আছড়ে পড়ে নারীর হাতে
আর পুরুষের মদের নেশা মিটে না ;
এবং কেউই তার সেই একজন কে খুঁজে পায় না
তবু তারা খুঁজতে থাকে - শরীরের ভিতরে এবং বাইরে ।

মাংসের নিচেই এ শরীরের যত না অস্থি ;
কিন্তু শরীর খোঁজে শরীরের থেকেও বেশি কিছু ।

কিন্তু,
একক ভাগ্যে বন্দী হয়ে থাকার বাহিরে দ্বিতীয় আর কোন সুযোগ হয় না।
এবং কেউই তার সেই একজন কে খুঁজে পায় না

এরপর একদিন
শহুরে ভাগাড় ভরে উঠে,
আস্তাকুঁড়েরাও ভরে উঠে,
এই শহরের যত সমস্ত পাগলাগারদ, হাসপাতাল, কবরস্থান, শ্মশান -
সমস্তই একদিন ভরে উঠে।

তবুও কিছুই পূর্ণ হয় না।


Original Poem: Alone With Everybody
Writer: Charles Bukowski