বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

I like you calm

তার নীরবতাই আমার পছন্দ , যেন মনে হয় আজ সে আসে নি ,
বহুদূরের আমাকে সে শুনতে পায় , আমার কণ্ঠ তাকে স্পর্শ করে না ।
মনে হয় ঘুম তার চোখের পাতায় উড়ে এসে বসেছে :
কোন চুম্বন তার ঠোঁট দুটো কে বেঁধে দিয়েছে ।
এ সবকিছুই আমার আমি দিয়ে পূর্ণ ,
আমার পূর্ণতা থেকে তার আসা ।
সে আমার গভীরে প্রজাপতির স্বপ্নের মতন ,
কোন বিরহ ধ্বনির মতন ।
তার নিশ্চুপ কথাই আমার পছন্দ , যেন সে কোন দূরে ,
আমার মৌনতায় প্রজাপতিদের শব্দের মতন ।
বহুদূরের আমাকে সে শুনতে পায় , আমার কণ্ঠ তার কাছে পৌঁছায় না ।
তাহলে আমাকে বরং নীরব হতে দাও , নিশ্চুপ হতে দাও তার নীরবতায় ।
আমাকে তার নীরবতার সাথে ভাগ করে থাকতে দাও ,
আলোর স্বচ্ছতায় , চক্রের পুণ্যতায় ।
সে রাতের মতন , নীরব , জমাট
তার নীরবতা দূরের নক্ষত্রের মতনই , ধ্রুব
তার নীরবতাই আমার পছন্দ , যেন মনে হয় সে আজ আসে নি :
বহুদূরে , বহুদুঃখে যেন সে আর নেই ।
এমুহূর্ত খানিতে একটুকু কথা , একটুকু হাসি ,
শিহরিত হই আমি তবু ভেবে যে : এমন টা হবার ছিল না ।

মূল কবিতাঃ Me Gustas Cuando Callas ( Pablo Neruda )