শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অপব্যয়





আমার নাম? জিজ্ঞাসা করো না
জিজ্ঞেস করার প্রশ্ন বা প্রয়োজন কোনটাই
ছিল না কখনও, ভবিষ্যতেও থাকবে না
আর শুধালেও কানে ঠেকে আমাকে করা তোমার
পরিহাসের সুর কিংবা
চোখে পড়ে তোমার বাস্তব বুদ্ধিহীনতা !
না না, আত্মনিগ্রহ এ নয়, এটাই বাস্তবে বাস্তবতা
কারণ নেড়ি কুকুরদের নাম কখনই থাকে না

না না, কোন বক্তৃতা মঞ্চে জাগরূক তথাকথিত
সমাজসেবীর কথার প্রতিধ্বনি আমি করছি না
এ একান্তই আমার নিজের কথা ! যা তোমার
মূল্যবান উন্নত শ্রবণযন্ত্রে শোনায় বিরক্তিকর ''ঘেউ ঘেউ''

তোমাকে দেখে আমার ঈর্ষা হয় না, ভাবছ
যেই পশু সামান্য দুগ্রাস অন্নের জন্য কামড়াকামড়ি
করে মরে, তার কণ্ঠে এ কোন সুর ?
কারণ তুমি মানবরূপী অসুর,
তাই বেঁচে থাকার লড়াইয়ে
আমায় হয় মরতে কিন্তু তুমি বেঁচে নামতে থাক রসাতলে
তুমি পাও রসের ঘ্রাণ আর আমি পাই
তোমার নষ্ট সত্ত্বার পচা দুর্গন্ধ
রাতের অন্ধকারে তুমি অন্ধ
কিন্তু আমি তখনও দেখি তোমার আত্মার মিথ্যা
অপব্যয়......

এখন, বলবে, আমি খারাপ, তাই দেখছি
কেবল তোমার খারাপটাই
কিন্তু মন্দরা তোমার ভালর টুটি
যে অহর্নিশ চেপে ধরে রেখেছে তা
তোমার চোখে পড়ে নাবরং তুমি এই
ভয়ে থাক ব্যতিব্যস্ত কখন আমি তোমার
টুটি ধরে চেপে

তুমি আসলেই ভীরু, তাই
তোমার দ্বারে অসীমতায় ঘেরা
একটা সীমা পর্যন্তই আমি পারি যেতে,
নোংরার ভয়ে তোমার গৃহলক্ষ্মী আমায় দেয় তাড়িয়ে
আমি আক্ষেপ করি না, কারণ এর বেশি
তোমার মত দুর্বলের কাছে আমি কখনই প্রত্যাশা করি না

শুধু মনে কষ্ট জেগেছিল একদিন , তোমার কোলে
সাদা বিলাতি কুকুরটাকে দেখে ,
কিন্তু সেই কষ্ট আমার নিমেষ মাত্র
কারণ আমি দিকপালবিহীন
রাস্তার নেড়ি কুকুর এক !!!
স্নেহের অপব্যয় তোমার হয়ত সয়
কিন্তু আমার মত কাঙ্গালের সয় না
তাই আমার কষ্ট পাওয়াও হয় না
কষ্ট দেওয়াও হয় না.........

অবশেষে আমি মানব অনুভূতি বর্জিত
রাস্তার নেড়ি কুকুর এক.........!!!
বর্তমানের শাইলক..................



1 টি মন্তব্য: