রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

দেয়ালে কার ছায়া ?





ওকে আলোকিত করবার জন্য
বৈদ্যুতিক বাল্বের অভাব নেই বাজারে-
সেই আলোয় ও দেখে নিজেকে
না- আয়নায় নয়; ওকে ঘিরে থাকা 
ইট-পাথরের দেয়ালে 
সেই আলো ওকে ভেদ করতে না 
পেরে দেয়ালে ফেলেছে ওর কালো 
একটি ছায়া, কারণ ও অস্বচ্ছ 
ওর অস্বচ্ছ নিরেট কায়া থেকে 
ঠিকরে আসে আলো, আঘাত করে 
আমাদের চোখে-দেয়ালে, 
আর পরিণাম একটিই--ওর 
কালো একটি ছায়া!!!
তাই আজ রাতে সবার অজান্তেই ও 
নেমে পড়েছে অন্ধকারে
ওর চোখ থেকে ঠিকরে পড়ছে কঠিন,
দৃঢ় এক আলো
কিন্তু তার দৃঢ়তা আমাদের চোখে বাঁধা 
কালো কাপড়টি ছিন্ন করার আগেই
ওর পথ খুঁজে নেয়
আজও অজানা......
কৃষ্ণবিবরে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন