আজ বিকেলে আমার আকাশ ছিল পিংগল,
সহস্র যোজন দূরে যেখানে আকাশ নীল,
সেখানে
তোমার পাষাণ বেদীতলের অরণ্যে আমার বিক্ষুব্ধ
সমুদ্রের তরঙ্গমালার সমস্ত রোদন
নির্বাক পরিহাসে পরিণত হল, আমার অন্তরাত্মার আর্ত
ক্রন্দন কেবলি বলছিল, আমায় একটু আড়াল দেবে কি?
.........লুকোব ।ভিজতে ভিজতে ক্লান্ত দুচোখ
.........শুকোব। বাঁচব বলেই হাত বাড়িয়েছিলাম, একলা
বলেই তোমায় ডেকেছিলাম............
তুমি শোননি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন