পৃথিবীতে এদুটো নিত্য সাধারণ লড়াই-
বহু মানউষের আর বহু মানব - মানবীর,
না, জীবন যুদ্ধ নয় ; নয় ইতিহাসখ্যাত বা
কুখ্যাত কোন রণ । একটি তোমার আমার
এবং আরো বহু নবীন মানুষের নিকট ভবিষ্যৎ
সোপানে আরোহণের লড়াই- অপরটি আমার
লড়াই- তোমাকে সর্ব বিধ সোপানে উতরে দেবার
।
কিন্তু একগুঁয়ে তুমি, হেয়ালি তোমার বসন,
তাই আমার তোমাকে ফিরিয়ে আনার
একটি ডাকও তুমি শোননি ।
এইতো সেইদিন সকালে , ছিল আমাদের
রণশিক্ষার প্রস্তুতির মহরা, ভেবেছিলাম
তুমি হয়ত প্রতুল নিদ্রায়, তাই তোমার
নিদ্রাভঙ্গের সকল প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম
তোমার দ্বারে । কিন্তু দ্বার তোমার খোলেনি -
কারণ তুমি আমার একতরফা মঙ্গল শোভাযাত্রার
আয়োজঙ্কে ধরে নিয়েছিলে আমার বাতুলতা ।
তাই আম্র উদ্বিগ্ন ডাক
তুমি সেদিন শুনেও শোননি ।
তারপর যখন দ্বার খুললে তখন ততোধিক বিস্মিত
আমি তোমার অলীক কাননে ঘুরতে যাবার
হঠকারী আয়োজন দেখে । ফিরে আসার
আগে সমর মহরার সকল নির্দেশনা দিয়ে
এলাম বজ্রাহতের মত । বাড়ির পথে পা বাড়াতে না বাড়আতেই
শুন্তে পেলাম তোমার দ্বার বন্ধের অধীরতা
আর দেখতে পেলাম বদ্ধ দ্বারের পেছনে
তোমার হাঁফ ছেড়ে বাঁচা ।
অতঃপর বিষণ্ন আমি , বাড়ির পথে
ছিন্ন পত্রের মত বৃক্ষের পাদদেশে
ধুলায় হায় যাই গড়াগড়ি !!!
আমার সেদিনের দুঃখ বিহ্বল
চিত্তের একটি ডাকও তোমার বদ্ধ দ্বারকে
টলাতে পারেনি ।
তবুও আমি মিথ্যা প্রতীক্ষায়, স্বপন ও জাগরণে
এই বুঝি তুমি এলে......
এবং তারপর আজ মেঘলা অপরাহ্নে
এলোকেশী আমি, মেঘদূতের অপেক্ষায় ......
কিন্তু হায়! আমার প্রতীক্ষার ডাক মোচনের
আকুল আকুতি
তুমি শোননি
অতঃপর তুমি ''আমাকে '' শোননি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন