পূবের জানালাটা খোলা , তা দিয়ে আলো আসে
আলো যায় ...
সেই বাতায়নপথে রোজই কিছু ক্ষুদ্র জীবনপ্রবাহের
সম্মিলন ঘটে, সুনিশ্চিত বিক্ষিপ্ততায় ।
যখন নিগূঢ়তার নীল আর প্রকাশের লাল রঙ
এই জানালার ফ্রেমে যুগলে বন্দী হয়
তখন কেউ কেউ ক্ষণকালীন দাঁড়িয়ে অনন্তকালীন
প্রতীক্ষার মোহে......
এই মোহ লুব্ধ মানুষের চোখে মধ্যাহ্ণের প্রখর
রৌদ্র
অনাগত ঔজ্বল্যের মৌলী রূপে প্রতিভাত হয়
সে দেখে, তার চোখে উঠে আসে বেদনা, হাসি, আনন্দ,
প্রতীক্ষা, প্রতিজ্ঞা, স্বপ্ন, অশ্রু, অসহায়ত্ব
এবং বিবিধ.....................
এই গবাক্ষপথে দাড়িয়েই একদিন সে গোলাপকে
ঘৃণা করেছিল আর একদিন সে মুগ্ধনেত্রে দেখল
গোলাপ ও
এত সুন্দর হয়......
সেই জানালা,
আজো পূবের জানালা, তার অন্দরে-বাহিরে
ক্রমাগত দৃশ্যপটের পরিবরতন; আর সেই
জানালায় দাঁড়ানো আমি আর আমি নেই; কারণ
আজ উপল উপলব্ধির উপঢৌকনে
অনিদ্র...............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন