ওর অনেক কথা এমনিই-
নেহাতই কালক্ষেপণের জন্য
ও- এই শহরের আমুদে মানুষদের একজন
যারা কথার পিঠে কথা বলে
আফিং এর নেশায় ভোলায় মানুষকে
ওর শ্রোতাদের মস্তিষ্কে ওর ধুলো কথা
ধোঁয়াশার সৃষ্টি করে ওকে ঘিরে
আর ও চলে হেয়ালিতে ভর করে
ওর খেয়াল আর জিদের রাজত্ব কায়েম করে ।
গতিশীল আধুনিকতার ছাঁচে নিজেকে ঢেলে
আজ ও অন্য কেউ ।
আধুনিকতার সোনালি মোড়কে জড়ানো
ধূসর বাস্তবতা ওকে আলেয়ার আলো’র মতই
তাড়িয়ে বেড়ায়। তবু ক্লান্তি...... অ্যালকোহলের
ঝাঁঝাঁলো তরল নেশা সেই ক্লান্তিকেও
ওর রক্তে মিশিয়ে দেয়, আরও বিষিয়ে
তোলে ওর ফুসফুসকে । কার্বনের ক্ষুদ্র
কণাগুলো ওর হৃৎপিণ্ডের ফাঁকে
আশ্রয় নিয়ে দিয়েছে প্রশস্ততা
ওকে নষ্ট আমোদে আহ্লাদিত হবার ।
কিন্তু ওতো জানে ওর সত্য সত্ত্বা
যা ও নিজের হাতে বিষিয়ে দিয়েছে
তাতে তো শুকতারাকে পাওয়া চলে না,
তাই ও শুকতারার আগে পিছে মিথ্যে
অট্টালিকার জাল বুনে...দেখাতে চায়
শুকতারাকে কার্বন ড্রিমস......
ওর স্বরচিত আকাশের কান্না শুনে শুকতারা
শুধায়, ‘’ আসমান তুই কাঁদিস কেন অট্টালিকা পাহাড়ে ?’’
মুছে দেয় ওর চোখের জল...
তবু শুকতারা নক্ষত্র
কার্বন ড্রিমসের সোনালি মোড়কের
আড়ালের ধূসরতা ওর আলোকে
বেশিদিন ভোলাতে পারেনি,
তাই ঐ দোপেয়ে জীবটির মিথ্যা
হয়ত ওকে আঘাত করে কিন্তু কাঁদায় না ।
তাই মহাকাশের শুকতারা উজ্জ্বল
কারণ ওর স্বপ্ন
আলোকিত মহাবিশ্বের নক্ষত্রে ঘেরা......
ওর খেয়াল আর জিদের রাজত্ব কায়েম করে ।
গতিশীল আধুনিকতার ছাঁচে নিজেকে ঢেলে
আজ ও অন্য কেউ ।
আধুনিকতার সোনালি মোড়কে জড়ানো
ধূসর বাস্তবতা ওকে আলেয়ার আলো’র মতই
তাড়িয়ে বেড়ায়। তবু ক্লান্তি...... অ্যালকোহলের
ঝাঁঝাঁলো তরল নেশা সেই ক্লান্তিকেও
ওর রক্তে মিশিয়ে দেয়, আরও বিষিয়ে
তোলে ওর ফুসফুসকে । কার্বনের ক্ষুদ্র
কণাগুলো ওর হৃৎপিণ্ডের ফাঁকে
আশ্রয় নিয়ে দিয়েছে প্রশস্ততা
ওকে নষ্ট আমোদে আহ্লাদিত হবার ।
কিন্তু ওতো জানে ওর সত্য সত্ত্বা
যা ও নিজের হাতে বিষিয়ে দিয়েছে
তাতে তো শুকতারাকে পাওয়া চলে না,
তাই ও শুকতারার আগে পিছে মিথ্যে
অট্টালিকার জাল বুনে...দেখাতে চায়
শুকতারাকে কার্বন ড্রিমস......
ওর স্বরচিত আকাশের কান্না শুনে শুকতারা
শুধায়, ‘’ আসমান তুই কাঁদিস কেন অট্টালিকা পাহাড়ে ?’’
মুছে দেয় ওর চোখের জল...
তবু শুকতারা নক্ষত্র
কার্বন ড্রিমসের সোনালি মোড়কের
আড়ালের ধূসরতা ওর আলোকে
বেশিদিন ভোলাতে পারেনি,
তাই ঐ দোপেয়ে জীবটির মিথ্যা
হয়ত ওকে আঘাত করে কিন্তু কাঁদায় না ।
তাই মহাকাশের শুকতারা উজ্জ্বল
কারণ ওর স্বপ্ন
আলোকিত মহাবিশ্বের নক্ষত্রে ঘেরা......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন