আজ রাতে আমাদের দুজনার মাথার উপর
একই আকাশের ছাদ, সেইসাথে তোমার বিশবৎ উপেক্ষা ;
আমি বিষের নীল থেকে তিলতিল কষ্ট করছি আহরণ
আর সেই মাতাল মুহূর্তে তোমার দ্বারে হয়েছিল
আমার পদস্খলন,
জানতাম দ্বার খুলবে না, কারণ তোমার হেয়ালির
দ্বারে আমার কাতর কড়াঘাত
তুমি শোননি ।
কিন্তু রয়ে গেছে পদচিহ্ন সুস্পষ্ট প্রমাণসহ,
হয়ত ভাববে এ
আমার আলুলায়িত ভাবান্তরহীনতার অপব্যয় মাত্র
।
তোমার ভুল আমি ভাঙ্গাব না কারণ মাতাল রাত্রির
পদস্খলনের
পরও আমি হাজির হব তোমার সামনে ;
না শব হয়ে নয়, মানবী হয়ে
ভালবাসার , স্বাধীনতার অনন্ত স্বপ্নগুচ্ছ নিয়ে.........
আমার উপলরূপ প্রতিমার অন্তরালের
মানবীর গান তুমি শোননি
শুনলে হয়ত উপহার দিতে নীল উৎপল
এখনকার মত দেনা পাওনায় আমায় ব্যতিব্যস্ত করতে
না
কিন্তু আমার মৃদু কণ্ঠের আপত্তি তুমি শোননি
।
অতঃপর আমার নির্বাক মনের একটি কথাও
তুমি শোননি ।
আমায় মুক্তির আলিঙ্গন দেবে কি ?
সেই আলিঙ্গনের উষ্ণ স্পর্শে আমি
স্বাধীন ''আমি'' হব ।
আমার বহু দিবসের ক্লান্তিকে তোমার
কাঁধের' পরে একটু শান্তি খুঁজে পেতে দেবে কি ?
পৃথিবীর প্ল্যাটফর্মে বহু মুখোশের আড়ালে
তোমার মানব মূর্তি দেখেছিলাম বলেই
ডেকেছিলাম তোমায় ; কিন্তু
তুমি শোননি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন