শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

আমি কখনই .........




নীল কখনই আমার প্রিয় রঙ ছিল না,
আমার চোখের মণিও নীল নয়
তাই বলে নীলাকাশ , নীল সিন্ধু কখনই আমার চোখে
মোহঞ্জন সৃষ্টি করেনি এমন ধারণা তোমার হল কেন ?
শুধু এজন্যই যে আমি কখনো যাইনি জলে ,
কখনো ভাসিনি নীলে.........

অস্বীকার করব না যে বৃষ্টি তোমাকে স্নাত করেছে
তা কখনই আমাকে সিক্ত করেনি
তাই বলে আমাকে মরু প্রাণী ভাবার ভুল কেন হল তোমার ?
শুধু এজন্যই যে আমি সূর্যকে ভালবাসি, রোদ্রে ভিজি.........

আমি কখনই চোখ তুলে তাকাইনি বলে
আমি দেখতে শিখিনি একথা ভাবতে গেলে কেন?

তোমার ভাবনার ভুলে আমি কেবলই কি চিরকাল
নীরব হয়ে থাকব ???
তুমি একদিন আমায় ঠিক বোঝ
দেখবে আমি তোমার থেকে পৃথক নই 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন