আমার নিভৃত সত্বার প্রথম দশা, ছিল
সেখানে মৃত্যুর নীরবতা,
আর সেই সাথে ছিল জীবনের বিভাজন, জ
জীবনের পরিস্ফুটন এবং পরিশেষে
আমি সুপ্তোত্থিতা ।
আমার সকালের প্রথম আলোয়
দেখলাম সুনীল আকাশে
কালো মেঘের ঘনঘটা - এক অনাকাঙ্ক্ষিত
পরিবর্তনের অশনি সংকেত । আর আমি
অভিযোজিত হলাম
তোমাদের থেকে স্বাতন্ত্র্যে - এক বিচ্ছিন্ন
শঙ্খে
নিষ্প্রাণ, নিস্তব্ধ , আবেঘীন কর্মে
আমার না বলা কথার তীব্র
অম্লে জারিত হয়ে
তখন বাহিরে আমার দৃঢ় শুভ্র
শঙ্খ আবরণের ক্রমবিকাশ
কিছু আমার অন্ধকার বরফ যুগের
নিষ্প্রাণ শীতলতাত - আর কিছু তোমাদের
অন্ধ একমুখী কামনায় ।
তারপর আমাসর পৃথিবীর বার্ষিক
পরিক্রমনে এল নিদাঘকাল
বিদায় নিল সেই আবালবন্ধু
অন্ধকার বরফ যুগ ।
প্রখর নিদাঘে উদ্ঘাটিত হল শঙ্খের আড়ালে
আমার কমনীয় ক্লেদাক্ত সত্ত্বা......
আর শুনতে পেলে তুমি
আমার স্বনন,
আমাকে মাত্রাহীন অধিকার দিয়েও স্বতন্ত্র
করলে সেই আমার চিরচেনা
শঙ্খ বাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন