শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শঙ্খ বাস



আমার নিভৃত সত্বার প্রথম দশা, ছিল
সেখানে মৃত্যুর নীরবতা,
আর সেই সাথে ছিল জীবনের বিভাজন,
জীবনের পরিস্ফুটন এবং পরিশেষে
আমি সুপ্তোত্থিতা

আমার সকালের প্রথম আলোয়
দেখলাম সুনীল আকাশে
কালো মেঘের ঘনঘটা - এক অনাকাঙ্ক্ষিত
পরিবর্তনের অশনি সংকেত আর আমি
অভিযোজিত হলাম
তোমাদের থেকে স্বাতন্ত্র্যে - এক বিচ্ছিন্ন শঙ্খে
নিষ্প্রাণ, নিস্তব্ধ , আবেঘীন কর্মে
আমার না বলা কথার তীব্র
অম্লে জারিত হয়ে
তখন বাহিরে আমার দৃঢ় শুভ্র
শঙ্খ আবরণের ক্রমবিকাশ
কিছু আমার অন্ধকার বরফ যুগের
নিষ্প্রাণ শীতলতাত - আর কিছু তোমাদের
অন্ধ একমুখী কামনায়

তারপর আমাসর পৃথিবীর বার্ষিক
পরিক্রমনে এল নিদাঘকাল
বিদায় নিল সেই আবালবন্ধু
অন্ধকার বরফ যুগ
প্রখর নিদাঘে উদ্ঘাটিত হল শঙ্খের আড়ালে
আমার কমনীয় ক্লেদাক্ত সত্ত্বা......
আর শুনতে পেলে তুমি
আমার স্বনন,
আমাকে মাত্রাহীন অধিকার দিয়েও স্বতন্ত্র
করলে সেই আমার চিরচেনা
শঙ্খ বাসে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন