শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

পারস্পরিক অনস্তিত্বের গোলকধাঁধা Labyrinths of mutual nothingness



"ভরা বাদর, মাহ ভাদর ,
 শূন্য মন্দির মোর ।"



হারিয়েছে কি ?
হারিয়েছি কি বা !
যখন আমিহীন করার আয়োজন চড়া ,
সেই চূড়ায়  একদিন অবেলায় চূর্ণ বিচূর্ণ হয় ,
আমার স্বতঃস্ফূর্ততা ।
প্রিয় কথাগুলো আজ প্রিয়হীন, নিরুদ্দেশ ;
কথার শবযাত্রায় অনুসারী কেবল , আমার
সযতনে গড়া আখ্যানের প্রতি প্রত্যাখ্যান সমস্ত তোমার ।
দিবারাত্রির কাব্য ওবেলায় ফুরিয়েছে , গোলকধাঁধায়
বিস্তারের প্রদীপও তার সমস্ত সলতে পুড়িয়ে নিভেছে ।
তাই প্রতি আগমনী দিনে আমি খসড়া করি অভিনয়ের ।



খাপছাড়া আয়োজিত আলাপিতা , নিরুদ্দিষ্ট শব্দ হারা,
মুখোশী নাটকের অঙ্ক ; পারস্পরিক অনস্তিত্বের গোলকধাঁধায়
আমি আজ আমিহীন - তুমিহীনা , কুশের পুতুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন