শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

বুমেরাং

আজ ৭২ বছর ধরে বাইশে শ্রাবণে বা তার আগে-পরে বৃষ্টি ঠিক ঠিক হল ,
আর সেদিন আমার কাছের বন্ধু ফুল আমার জন্মদিন ভুলল , যেমন আমি
ভুলেছিলাম জলেরটা বা সত্যি করে বলতে জলকে বহির্ভূত আমার বর্তমান জীবনে
এটুকু আদিখ্যেতা না দেখানোকে আমি মেনে নিয়েছিলাম ।

উপদ্রব ভেবে বা কোন বিমুখতায় বা বিষণ্ণতায় যেমন
অনেক নিঃস্বার্থ রৌদ্রে আমার ছায়া পড়তে দিই নি ,
তেমনি অনেক আকুলতায় ,আকাঙ্ক্ষায় আমার
প্রিয় মানুষদের ছায়াও আমার রৌদ্র মাড়ায়নি ...
বুমেরাং - আমার থেকে মুক্তি পাওয়া বুমেরাং,
আবার পথ চিনে ফিরে আসে আমাতে ।

সেদিন আমার মেয়েকে গল্পের বই হাতে দেখে যখন জিজ্ঞেস করলাম,
"কি করছ ? পরীক্ষার পড়াগুলো ঠিক মত করেছ তো !"
তখন সেও যে "উফফ বিরক্তিকর" বলে রাগ দেখাল তাতে
আমার নিজেকে দেখলাম কুড়ি বছর আগে আর সেদিনের
মায়ের বুকে বেঁধা শেলটা আজ বিঁধল আমার বুকে ।
বুমেরাং - আমার থেকে মুক্তি পাওয়া বুমেরাং,
আবার পথ চিনে ফিরে আসে আমাতে ।

ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় , অতীত নয় ;
তোমার-আমার অতীত ইতিহাস নয়, চিরন্তন সত্য !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন