শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

টুকরো কথা

যেদিন পৃথিবীর সমস্ত সংবিধান আমার কথাকে
ডেড ল্যাংগুয়েজ বলে সাব্যস্ত করবে,
তখন , আমার সমস্ত কথা কাগজ বেচা দরে বেচে দেবে ...
কেবলই বার্ধক্যে ভরা মূল্যহীন নচেৎ আমাকেও
তুলে দেওয়া হত ফেরিওয়ালার কাগজের ঝুড়িতে ...
যদি দাঁড়ি  কমার অভাবই তোমার না বোঝার কারণ
তবে বুঝে নাও যে তুমি কখনই বুঝ নি ...
এমন কি যেটুকু বলে দেওয়া সেটুকুও
মিইয়ে গেছে হাওয়াই মিঠাইয়ের মত তোমার ঠোঁটের ভেতর ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন