আজ তোমাকে একটা মিথ্যা কবিতা শোনাই,
আমি বেহিসেবি সংখ্যাপ্রিয় মানুষ এক,
রঙের মাঝে বেগুনী আমার ভীষণ আদরের,
তেমনটা লাল-নীল নয় ।
প্রায় রাতগুলোতে বর্তমান আমি আলোর
বিন্দু খুঁজে অতীত নক্ষত্রদের চিনি ।
প্রবল হতে হতেই তারারা খসে পড়ে ,
আর আমি ওদের কুড়িয়ে রাখি আমার কাঁচ-ব্যাগে ।
যেসব দিনগুলোতে কৃষ্ণপক্ষ বা সূর্যগ্রহণ নেমে আসে,
আমি তখন ঝড়ে পড়া তারা বের করে
হাতের মুঠোয় জ্বালিয়ে দিই ।
আমার হাতে জ্বলে কংকালসার উদ্বাস্তু নক্ষত্র
আর চোখে রাতের আকাশের অতীত তারারা অদেখা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন