শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

শূন্য চাওয়া

আমি চেয়েছি আজ ভীষণ ঝড় হোক , আকাশ মেঘলা হোক ;
যাতে ডুবে যায় রাতের চাঁদ , ঢাকা পড়ে সমস্ত তারা ,
আমি দেখতে চেয়েছি তোমার প্রিয় চাঁদ আর ভেনাসবিহীন রাতে
আমার মতই অন্ধকারকে তুমি কতটা কাছে আসার আহবান জানাও ।

আমি চেয়েছি কাঁটাময় গোলাপের পরিবর্তে ক্যাকটাস হতে ,
দেখতে চেয়েছি সৌন্দর্য আর সৌরভবিহীন হবার দোষে
তোমার বাগান থেকে আমার নির্বাসন হয় কি না !
তবু খরায় গোলাপ মরলেও অসুন্দর ক্যাকটাস
থাকবে তোমার অপেক্ষায় বেঁচে তার জীর্ণ প্রাণ নিয়ে ।

আমি চেয়েছি হারিয়ে যেয়ে কোথাও আমার
ন্যূন প্রয়োজনটুকু দেখতে । যেদিন সমগ্র পৃথিবী
তোলপাড় করে ঝড় হবে সেদিন আমার দরজায়
তোমার হাতের কড়া নাড়ানো শুনতে চাই
নির্ভরতার আশ্রয়ের খোঁজে ।
যেদিন সমগ্র পৃথিবী খরতাপে পুড়ে পানিশূন্য হবে
সেদিনও আমার কাছেই তোমার তৃষ্ণার সবটুকু
আর্জি আমি দেখে যেতে চাই চিরতরে
অভিমানে হারিয়ে যাবার আগেই ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন