শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

সংশয়

দিনেরা এখন অনেক অভিযোজিত,
ওরা নিজেরা আর কাটে না ,
উল্টো কাঁচি নিয়ে আমাকে কাটতে বসে ।

কপালের ছোট টিপটিকে সরিয়ে
আমার জীবন ব্যথার মত কেন্দ্রীভূত হয়
আমার দ্বৈত দৃষ্টির কেন্দ্রে ।

গতকালের আর পরশু'র আমি কে বড্ড বোকা ভাবি ,
মহৎ দেখি , আবার নীচ দেখি । আমি আয়নায়
আমার কান্নার অসদ বিম্ব দেখে হাসি ,
আর অনুগত আয়নাও সাথে হাসে ।

আর আমাকে নিয়ে ,
আমার সংশয় জাগে আবার ঘুমিয়ে পড়ে ,
আমার বাহিরে ও ভেতরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন