ভিতরে আজ অভূতপূর্ব অবসর ,
খুব সূক্ষ্ম ভাবে হেরে , স্থূল করে জেতার নয়;
বরং জিতে যাবার হাসি ।
আমার কল্পময়ী তৃতীয় ভুল ,
সাথে কুশলী কুশীলবের কৌশল ।
প্রহসনে প্রবচনে আমার মিথ্যা ,
পাটে পাটে ভাঁজ করা ; নেভা আলোর
অন্ধকারে ভাঙ্গা আয়নায় নিজেকে দেখা ,
অনুতাপে নয়, অহঙ্কারে নয় ,
চপল স্বাভাবিকতায় ।
খুব সূক্ষ্ম ভাবে হেরে , স্থূল করে জেতার নয়;
বরং জিতে যাবার হাসি ।
আমার কল্পময়ী তৃতীয় ভুল ,
সাথে কুশলী কুশীলবের কৌশল ।
প্রহসনে প্রবচনে আমার মিথ্যা ,
পাটে পাটে ভাঁজ করা ; নেভা আলোর
অন্ধকারে ভাঙ্গা আয়নায় নিজেকে দেখা ,
অনুতাপে নয়, অহঙ্কারে নয় ,
চপল স্বাভাবিকতায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন