এখন যখন অরণ্যের মর্মর ধ্বনির নিবিড়তা
'সভ্য' মানুষদের স্বল্পচিত্ত লঘু কথায়
আচ্ছন্ন হয়ে পড়ে
তখন 'আদিম' মানুষদের ভাষাবিহীন
অঙ্গ ভঙ্গিময় কথকতা
উপযুক্ত অরণ্যাশ্রয়ের বিবরে
প্রতিধ্বনিত হতে না পেরে
ধূসর প্রান্তরে বিদেহী বায়ুর মত বয় ......
এখন যখন তপ্ত রৌদ্রের উত্তাপ
'সভ্য' মানুষদের শরীরের পলিমারীয় চামড়ায়
আছড়ে পড়ে নিস্তেজ হয়
তখন 'আদিম' মানুষদের বহুদর্শী কুঞ্চিত
চামড়ার ভাঁজে সযত্নে লালিত অযুত আঁকিবুঁকি
কোন প্রত্যাশিত স্পর্শের প্রতীক্ষায়
রিলিফের শরণার্থীর মত নিষ্পলক
তাকিয়ে রয় অদৃশ্যে ......
এখন যখন কাদামাটির পেলবতাও
'সভ্য' মানুষদের রক্ত-মাংসের শরীর
পেতে চায়
তখন 'আদিম' মানুষদের বহুজীর্ণ অক্ষয় কঙ্কালের
অস্থিগুলো অস্থিবিদদের অস্থির
করতে ব্যর্থ হয়ে নিজেরাই অন্দরে
একে অন্যের সাথে ঠোকাঠুকি খায়
একালের শৈল্পিক ভাবুকতায় ......
এখন যখন বিরাম চিহ্নগুলোর পরিমিতি
'সভ্য' মানুষদের কথার কানাগলিতে
পথ হারায়
তখন 'আদিম' মানুষদের শূন্যে হাতড়ে পাওয়া
মহাকাব্যের পাতাগুলো কোন সানুনয় দৃষ্টির অভাবে
পোকাদের ভুক মেটায় ......
এখন যখন অনেক কিছুই 'সভ্য' হতে চায়
তখন 'আদিম' আমিও
বিশ্বসংসার তন্নতন্ন করে খুঁজে আনা
ঐ ১০৮টি নীল পদ্মের দাবী ছেড়ে
'আদিম' তোমাকে খুঁজে বেড়াই
কোন জাদুঘরে ...!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন