শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

কুয়াশা



আমার ঘর ভরে গেছে কুয়াশায়
তার বাহিরে মূর্তিমান ভূতুড়ে
ল্যাম্পপোস্টের ন্যায় দাঁড়িয়ে
পাণ্ডুর চাঁদ ফ্যাকাশে আলো বিলায় ।

আমার বহু পৃথিবীর একক সূর্যকে হটিয়ে দিয়ে
আমার যাবতীয় ভাল-মন্দ অর্পণ করা হল
কালো বরফের জমাট অন্ধকারকে ।
সেই অন্ধকার হিমের প্রখর শীতল রাজ্যে
বরফের তীক্ষ্ণ ফলার ছুরি
অহর্নিশ আমার হৃৎপিণ্ডকে
এফোঁড় - ওফোঁড় করে--- অমিত রক্তপাতে
আমার শরীরের উত্তাপ নামে শূন্যের নিচে
আর আমার দুর্বল হৃৎপিণ্ডের একাংশ এক
ভীষণ প্রদাহে ক্রমশ রুগ্ন হয়ে
একটু একটু করে পুড়তে থাকে
পৃথিবীর চির আদিম হোমানলে...
কি আশে সনাতন কু-আশা জাগে
এই অন্ধকার কুয়াশায় !

আর সেই রুগ্ন ভগ্নাংশের ধ্বস দেখে
আমারই মানসনয়ন--- নিমেষমাত্র
সুখস্মৃতির উত্তাপকে জড়িয়ে
আর দ্বিতীয়বার রৌদ্রের ঘ্রাণ নেবার আশায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন