ডানপন্থী , বামপন্থী না মধ্যবর্তী নিস্ক্রিয় দর্শক
তা সুতীক্ষ্ম শুদ্ধরূপে নির্ণীত হবার আগেই
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও;
পেছনে বিবদমান সমালোচকদের জিজ্ঞাসাসূচক
ভ্রূকুটির তোয়াক্কা না করেই ।
বাইরে বেরিয়ে একবার আড়মোড়া ভেঙ্গে নেয় ও
দীর্ঘক্ষণ বসে থাকায় পিঠের শিরদাঁড়া বরাবর
একটা সূক্ষ্ম বেদনা অনুভব করে ও
অজস্র বোধগম্য-অবোধ্য তর্কের স্টীম রোলারের
তাণ্ডব লীলা আরও একবার অনুভব করে ও
মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে ।
রাত সাড়ে দশটা, কুয়াশার চাদর ঢেকে দিয়েছে
ওর আপাদমস্তক। মনে পড়ে ওর ''ফিরতে হবে ''
কিন্তু কোথায় ? বোধ করি ''নীড়ে''
একটি দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে ও ,
ও জানে না এই পথ ওকে আদৌ কোন
নীড়ে নিয়ে যাবে কি!!!
মননের বেলাভূমিতে সূর্যাস্ত লগ্নের
মধ্যবিত্ত অনুভূতিরূপ স্তিমিত তরঙ্গমালার
মৃদুমন্দ আত্মসমর্পণ অনুভব করে ও ......
সাঝবেলায় কল্পনার বাতিঘরে যে ষাট ওয়াটের
বাল্ব জ্বালিয়েছিল ও , পথশেষে আর তাকে
আলোকিত দেখতে পায় না ও ......
কখন যে ফুরিয়ে নিভে গেছে নিজের
উদাসীনতায় দেখতে পায়নি আজ রাতের আগে ......
আর এভাবেই আজ রাতের নীড়ে ফেরা আগামী দিনের
প্রতি রাতের মত অর্থহীনতায় পতিত হল !!!
নিজের ঘরে টেবিলে একটি কালো খামে
একটি চিঠি পায় ও , কোন এক ''নরপশু'' কে লেখা
মৃদু হেসে ড্রয়ার থেকে একই হাতের লেখার নীল খামে
পোরা পূর্বেকার একটি চিঠি বের করে ও ,
লেখা হয়েছিল কোন এক ''দেবতা'' কে......
বিগত রাতেও যেমন ও পুলকিত হয় নি
বিষাদ জাগে না ওর মনে আজ রাতেও......
কেবল একটাই যন্ত্রণা......
যন্ত্র - না হওয়ার যন্ত্রণা ,
যন্ত্রমুক্তির যন্ত্রণা
বোধ করি এখন ও রক্ত মাংসের একটি শরীর !!!
ডানপন্থী , বামপন্থী না মধ্যবর্তী নিস্ক্রিয় দর্শক
তা সুতীক্ষ্ম শুদ্ধরূপে নির্ণীত হবার আগেই
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও;
পেছনে বিবদমান সমালোচকদের জিজ্ঞাসাসূচক
ভ্রূকুটির তোয়াক্কা না করেই ।
বাইরে বেরিয়ে একবার আড়মোড়া ভেঙ্গে নেয় ও
দীর্ঘক্ষণ বসে থাকায় পিঠের শিরদাঁড়া বরাবর
একটা সূক্ষ্ম বেদনা অনুভব করে ও
অজস্র বোধগম্য-অবোধ্য তর্কের স্টীম রোলারের
তাণ্ডব লীলা আরও একবার অনুভব করে ও
মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে ।
রাত সাড়ে দশটা, কুয়াশার চাদর ঢেকে দিয়েছে
ওর আপাদমস্তক। মনে পড়ে ওর ''ফিরতে হবে ''
কিন্তু কোথায় ? বোধ করি ''নীড়ে''
একটি দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে ও ,
ও জানে না এই পথ ওকে আদৌ কোন
নীড়ে নিয়ে যাবে কি!!!
মননের বেলাভূমিতে সূর্যাস্ত লগ্নের
মধ্যবিত্ত অনুভূতিরূপ স্তিমিত তরঙ্গমালার
মৃদুমন্দ আত্মসমর্পণ অনুভব করে ও ......
সাঝবেলায় কল্পনার বাতিঘরে যে ষাট ওয়াটের
বাল্ব জ্বালিয়েছিল ও , পথশেষে আর তাকে
আলোকিত দেখতে পায় না ও ......
কখন যে ফুরিয়ে নিভে গেছে নিজের
উদাসীনতায় দেখতে পায়নি আজ রাতের আগে ......
আর এভাবেই আজ রাতের নীড়ে ফেরা আগামী দিনের
প্রতি রাতের মত অর্থহীনতায় পতিত হল !!!
নিজের ঘরে টেবিলে একটি কালো খামে
একটি চিঠি পায় ও , কোন এক ''নরপশু'' কে লেখা
মৃদু হেসে ড্রয়ার থেকে একই হাতের লেখার নীল খামে
পোরা পূর্বেকার একটি চিঠি বের করে ও ,
লেখা হয়েছিল কোন এক ''দেবতা'' কে......
বিগত রাতেও যেমন ও পুলকিত হয় নি
বিষাদ জাগে না ওর মনে আজ রাতেও......
কেবল একটাই যন্ত্রণা......
যন্ত্র - না হওয়ার যন্ত্রণা ,
যন্ত্রমুক্তির যন্ত্রণা
বোধ করি এখন ও রক্ত মাংসের একটি শরীর !!!
ভ্রূকুটির তোয়াক্কা না করেই ।
বাইরে বেরিয়ে একবার আড়মোড়া ভেঙ্গে নেয় ও
দীর্ঘক্ষণ বসে থাকায় পিঠের শিরদাঁড়া বরাবর
একটা সূক্ষ্ম বেদনা অনুভব করে ও
অজস্র বোধগম্য-অবোধ্য তর্কের স্টীম রোলারের
তাণ্ডব লীলা আরও একবার অনুভব করে ও
মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে ।
রাত সাড়ে দশটা, কুয়াশার চাদর ঢেকে দিয়েছে
ওর আপাদমস্তক। মনে পড়ে ওর ''ফিরতে হবে ''
কিন্তু কোথায় ? বোধ করি ''নীড়ে''
একটি দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে ও ,
ও জানে না এই পথ ওকে আদৌ কোন
নীড়ে নিয়ে যাবে কি!!!
মননের বেলাভূমিতে সূর্যাস্ত লগ্নের
মধ্যবিত্ত অনুভূতিরূপ স্তিমিত তরঙ্গমালার
মৃদুমন্দ আত্মসমর্পণ অনুভব করে ও ......
সাঝবেলায় কল্পনার বাতিঘরে যে ষাট ওয়াটের
বাল্ব জ্বালিয়েছিল ও , পথশেষে আর তাকে
আলোকিত দেখতে পায় না ও ......
কখন যে ফুরিয়ে নিভে গেছে নিজের
উদাসীনতায় দেখতে পায়নি আজ রাতের আগে ......
আর এভাবেই আজ রাতের নীড়ে ফেরা আগামী দিনের
প্রতি রাতের মত অর্থহীনতায় পতিত হল !!!
নিজের ঘরে টেবিলে একটি কালো খামে
একটি চিঠি পায় ও , কোন এক ''নরপশু'' কে লেখা
মৃদু হেসে ড্রয়ার থেকে একই হাতের লেখার নীল খামে
পোরা পূর্বেকার একটি চিঠি বের করে ও ,
লেখা হয়েছিল কোন এক ''দেবতা'' কে......
বিগত রাতেও যেমন ও পুলকিত হয় নি
বিষাদ জাগে না ওর মনে আজ রাতেও......
কেবল একটাই যন্ত্রণা......
যন্ত্র - না হওয়ার যন্ত্রণা ,
যন্ত্রমুক্তির যন্ত্রণা
বোধ করি এখন ও রক্ত মাংসের একটি শরীর !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন