লক্ষাধিক অস্তিত্ববান সত্ত্বার ধ্বংসস্তূপে
দাঁড়িয়ে আমি আমারই এক ত্রিমাত্রিক অসদ বিম্ব
ভাল থাকার, ভাল রাখার রীতি আর বিপরীতে
সাদা-কালো দেখা যায় চারপাশ
তবু সব দৃষ্টিবিভ্রমকে বাঁচিয়ে আমি
চাতকের মত খুঁজে বেড়াই অর্বাচীনকে .......
অন্ধকার ঘরের কুলুঙ্গিতে
অনির্বাণ হয়ে উঠার অপেক্ষায়
তেল সমেত প্রদীপের সলতে হয়ত
আজও আর্দ্র অন্ধকারের কান্নায় .......
নিদারুণ হয়ে জ্বলে উঠবার দারুণ লিপ্সায়
গুমরে উঠে আমার আবেগ বিহ্বল
প্রবীণ সত্ত্বার অন্তর্গত ক্রন্দন
কিন্তু আধুনিক অর্বাচীনের উদাসীনতা
আর আদিম প্রবীণের উপেক্ষায় আমি খুঁজে পেলাম
আদিমতা আর আধুনিকতা একই
সুতোর দুটি প্রান্ত আর
তার মাঝে রয়েছে একটি বিশাল শব্দ ---
''''সভ্যতা''''
আজও আর্দ্র অন্ধকারের কান্নায় .......
নিদারুণ হয়ে জ্বলে উঠবার দারুণ লিপ্সায়
গুমরে উঠে আমার আবেগ বিহ্বল
প্রবীণ সত্ত্বার অন্তর্গত ক্রন্দন
কিন্তু আধুনিক অর্বাচীনের উদাসীনতা
আর আদিম প্রবীণের উপেক্ষায় আমি খুঁজে পেলাম
আদিমতা আর আধুনিকতা একই
সুতোর দুটি প্রান্ত আর
তার মাঝে রয়েছে একটি বিশাল শব্দ ---
''''সভ্যতা''''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন