বুধবার, ১৩ মার্চ, ২০১৩

শ্বেত পাথরের কথা



বহুদিন এই ঘাটে পা পড়েনি তার,
বহুদিন কথার প্রাঙ্গণ ছিল ক্ষুধার্ত ,
বহুদিন হিসেব মেলেনি ছেঁড়া খাতার অংকগুলোর,
বহুদিন রাত আলো হয়ে দেখা দেয় নি ।

বহুদিন জমে আছে মৃত শ্যাওলা ঘাটের প্রথম সিক্ত ধাপে ,
বহুদিন পথ পিচ্ছিল ছিল স্যাঁতস্যাঁতে সিক্ততায় ।
বহুদিন কথার ঝুড়ি ভরে উঠতে পারেনি নতুন কথার ফুলে,
কারণ পুরোনো কথাগুলো ভাষায় সেজে উঠবার পায়নি অবসর ।

বহুদিন একটা ছোট অশ্বত্থের চারা আঁকড়ে বেঁচে আছে
ঘাটের একটি সরু ভঙ্গুর খাঁজ ,
বহুদিন ধরে ঘাটের সোপান ভেঙেছে জলকেলির তীব্র খেলায় ,
বহুদিন ঘাটের পানিতে তার পা ভিজে নি , সিক্ত এলোচুল গড়িয়ে
জলের কণা আর কারও হাতে, কণ্ঠে সুর তোলেনি ।

এমনি করে বহুদিন ...
তারপর বহুদিন পরে হঠাত বসন্তের এলোজল-হাওয়ার মাতোয়ারায়
ধুয়ে গেল ঘাটের সমস্ত ক্লান্তি, শ্রান্তি আর ধুলো ...
প্রতীক্ষায় না বহুদিনের নিত্যতায় ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন