খেলাঘর ...
ওদের নীলচে দেয়ালের ঘরে জানালা ছিল একটাই, উত্তুরে,
তাতে হয়ত শীতের কনকনে হাওয়া হাড় কাঁপাত ওদের পৌষে,
তবু ভালবাসার উষ্ণতায় উত্তাপ আর আলো ছড়িয়ে থাকত ওদের
ছোট আধো আলো আধো ছায়াময় ঘরটায় ।
এযেন ঠিক ভালবাসাম্য রাজ্যে ঝলসানো রুটিকে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া ।
বিলাসী চিরন্তন প্রেমমুগ্ধ গোলাপের চারা ছিল না ওদের,
ছিল কেবল ছোট জায়গায় ঘেরা একটি ছোট শুভ্র দোলনচাঁপার চারা ,
যে বেচারা অভাবের পরিসরে হয়ত ছিল কিঞ্চিত রুগ্ণ ; তবু ওদের ভালবাসায়
ও নিত্য সুরভিত হত শুভ্রতায় ।
ওদের ছিল না বিলাসী রেস্টুরেন্টের ডাইনিং হল,
যেটা ছিল একজনের প্রেমময় আবদার আর অন্যজনের অনিন্দ্য উপহার ।
ওরা বের হত বিহারে , জনগণের সড়কে , দিনের রৌদ্র আর রাত্রির ধ্রুবতারার
একই স্বপ্নিল নীল আর পেলব রাতের আকাশকে ভালবেসে ...
ওদের তরী দুলত সকাল -সাঁঝে , দিবস-রজনীতে
সন্ধ্যামালতীর সৌরভে ।
তাসের ঘর ...
ওদের সাদাটে দেয়ালের ঘরে জানালা ছিল একটাই, পশ্চিমা,
তাতে বৈশ্বিক যোগাযোগ আর প্রযুক্তির অজস্র উপাত্ত ঠাই করে নিচ্ছিল
ওদের মাঝে । যেন মানবীয় জীবনে আর সম্পর্কের জৈব- অজৈব , আবেগিক-বাস্তবিক
উপাত্তে কিছু সংখ্যা আর তরঙ্গের উপাত্তের অসূরীয় দূষণ ।
এখন ইট-কাঠের ঘরের বদলে ত্রিমাত্রিক বিম্বময় ভাসমান ঘরের প্রসপেক্টাস
হাতে ঘুরে ওদের দুজনের । আজ পূর্ণিমার চাঁদের থেকে গোলাকার ডিস্কের চকচকে
প্রলেপের ভাজে লুকানো তথ্য ওদের কাছে যেন মানুষকে চেনার, ধরার মাধ্যম ।
ওরা ধরেই নিয়েছে কণ্ঠস্বর মিথ্যা বলে , চোখও মিথ্যা আবেগকে দেখায় ,
সত্য কেবলি ঐ উপাত্তে । তাই সেই আধো আলো আধো ছায়ার ঘর এখন
হুট করেই তাসের ঘর , তাতে সাহেব-বিবি-গোলাম টেক্কা-নহলা-দহলা
সবার যান্ত্রিক অঙ্কিত আবাস । এখন ফ্লুরোসেন্ট বাল্বের আলোই সত্য ,
সূর্য, ধ্রুবতারা আর আকাশের বদলে মহাকাশের স্যাটেলাইটগুলোই গতিতে ঘূর্ণায়মান ,
নয় জড়তায়, স্থবিরতায় ।
নষ্টনীড় ...
ওদের লালচে ঘরের দেয়ালে জানালা একটাই, দখিনা,
তা দিয়ে প্রবেশ করে হয়ত বসন্ত বাতাস বা বসন্ত জীবাণু...
ঘর রুদ্ধ আবাস নয় , তাই বেরিয়ে পড়ে অনেক কিছুই, একই সাথে ঢুকে অনেক কিছুই ।
ত্রিমাত্রিক বিম্বময় ঘরকেও চিরন্তন ভেবে বেঁচে থাকা যায় না , যা ছিল না, যা নেই,
যা থাকবে না ---সেই মরীচিকার সাথে ওরা কেউই থাকবে না হয়ত শেষ পর্যন্ত ।
ঘরে ফেরার নীড় এতদিনে নষ্টনীড় ...সমগ্র শান্তি, সুখের আধার আজ পরিত্যক্ত প্ল্যাটফর্ম ।
অভ্রভেদী হাহাকার আর মর্মভেদী কান্নার জান্তব সুরে জন্ম নিবে কি ?
সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান না কি ......
মর্মন্তুদ জীবন যাপন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন