জলছবির কালো রং হচ্ছিল ধীরে ধীরে ফিকে
আর তার মৃদু মন্থর শূন্যতা ভরিয়ে দিচ্ছিল
অর্বাচীন ফ্যাকাসে ভাব বা অনিন্দ্য আলোর রং ।
রোজ সকালে স্কেলেটনের ভিতর থেকে ছিটকে আসা
ধুলোর রং সিঁড়িতে গড়াগড়ি খায়
আধোআধো আড়মোড়া ভাঙতে ভাঙতে ।
মাঝে মাঝে চায়ের কাপে চিনির হেরফের
আর আলাদা করে এখন নজর কাড়ে না ।
প্রতিদিনের চেনা চায়ের কাপে চায়ের রং এখন একটাই
হাতের অভ্যস্ততায় লালিত সেলফোনটির রিংটোনের মতই একঘেয়ে
আর তামাটে ললাট ক্লান্তিতে স্পর্শ করে আকাশের নীল মায়া ...
যা প্রতি গোধূলিবেলায় সাজে রক্তাক্ত হৃদয়ের আগুন রঙে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন