বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

অর্ধেক মানবী , অর্ধেক কল্পনা



আমি সৃজিত হয়েছিলাম মানবী রূপেই
চাঁদের জ্যোৎস্নায় মোড়া ছিল না
আমার ভিতর ও বাহির ...
তবু আমার প্রেমিকের উপমায়
আমি মোহিত হয়েছিলাম চন্দ্রকথায় ...
তারই প্রসন্নতার খাতিরে গড়ে উঠেছিল
আমার চাঁদ হয়ে উঠবার নানা কাল্পনিক
বাহ্যিক আয়োজনের ...!!!
কিন্তু তাতে আমার আত্মা বঞ্চিত হল
দিবাকরের প্রত্যক্ষ কিরণের ...
আর সেই সুবাদেই দ্বিতীয় কোন পুরুষ
সহসাই বলে উঠেছিল ,
'' চাঁদেরও কলঙ্ক আছে '' ...
অতঃপর বোধোদয় হল আমার প্রেমিকের
আমি অভিযুক্ত হলাম প্রতারণার দায়ে ...
আর আমায় শাস্তি দিল আমারই স্বপ্নদৃষ্ট
মোহস্বপ্নের পথিকৃৎ প্রেমিক ও দ্বিতীয় পুরুষ !!!
সেই চাঁদ আজ অম্লের তীক্ষ্মতায় ঝলসানো
সমগ্র মানব-মানবীর চোখে বীভৎস
দ্বিতীয় কোন শ্রাবস্তীর কারুকার্য !!!

আমি সৃজিত হয়েছিলাম মানবী রূপেই
ফুলের সৌরভ ছিল না আমার নিঃশ্বাসে
তবু আমার প্রেমিকের কাছে
ছিলাম আমি জগতের শ্রেষ্ঠ ফুলটি ...
তাই fool আমি ফুল হয়ে
উঠবার অমোঘ চেষ্টায় অস্ত্রোপচারে
আমার কাঁটা সরিয়ে আনতে চেয়েছিলাম
কোমল পাপড়ির পেলবতা !!!
আর প্রত্যাখ্যাত দ্বিতীয় কোন পুরুষ
সেই আক্রোশে ছিন্ন করে পিষ্ট করল
পদদলিত করল সেই কোমলাবয়বধারী
ফুলটিকে ...!!!

আমি সৃজিত হয়েছিলাম মানবী রূপেই
গঙ্গার মত পবিত্রতা , তার উৎসের শাণিত
ক্ষুরধারা আমার নাই ছিল !!!
তবু আমার প্রেমিক আমার চলায়
খুঁজে পেয়েছিল নির্ঝরিণীর চঞ্চলতা !!!
আর বর্ষায় প্লাবনের অভিযোগে
দ্বিতীয় কোন পুরুষ রুখে দিল
আমার স্রোতস্বিনীর চঞ্চলতা ...
দূষিত হল আমার স্বচ্ছ জল বিষাক্ত দূষণে
চাপা পড়ল আমার কান্না বহু
মানব-মানবীর নিত্য হাসি-কান্নার ঘরকন্নায় !!!

আমি সৃজিত হয়েছিলাম মানবী রূপেই
শান্তি সঞ্চারিণী আমি হয়ত নাই ছিলাম'
বিষবৃক্ষের বীজ হয়ত আমিই বপন করেছিলাম
গন্ধম বৃক্ষের ফল হয়ত আমিই আদমকে খাইয়েছিলাম
তবু আমার প্রেমিক আমার চোখে নিবিড় অরণ্যে
নীড়ের আশ্রয় খুঁজে পেয়েছিল ...
আর সেই ছলনাময়ী , মমতাময়ী আমি
ইট পাথরের নীড়ে দ্বিতীয় পুরুষের
প্রহসনে আমি ছিলাম তার
শক্তি আর পৌরুষ প্রদর্শনের মঞ্চ !!!

আমি সৃজিত হয়েছিলাম মানবী রূপেই
দেবী হয়েও নয় , পশু হয়েও নয় ...
মানবী হয়েই !!!

1 টি মন্তব্য: