যখন স্বভাবসুলভতার স্বাভাবিক রৌদ্র
কাল্পনিক ডাইনোসরের পদতলে
কেঁচোর মতই পিষ্ট হয় ...
আর তার গলিত দেহ থেকে
উগড়ে আসা দুর্গন্ধে ভারী হয়ে উঠে নিঃশ্বাস ,
তখন নৃমুণ্ডধারী কাপালিক অতিকল্পবিলাসে
হারিয়ে আয়োজন করে দ্বিতীয় ভৈরবী বধের ;
তানসেনের অপার্থিব সুর যখন আজ অভ্রভেদী হাহাকার
হয়ে সুতীক্ষ্ণ সায়কের মত বিদেহী বাতাসের সুর ভেদ করে ,
তখন যেন প্রতিদিনের বহুমৃত্যুর আগের শেষ গান তার
চাবুকের আঘাতে তীক্ষ্ণ আর্তনাদের বিলাপ তোলে ;
তাই যদি সত্যিকারের ''অমানুষ'' হতে নাই পারা যায়
তবে সেই চিরঅদৄশ্য অকস্মাৎ জাগরূক ডাইনোসর
যেন কোন আরেক বিবর্তনে দৃশ্যমান বাদুড় হয়েই জন্মায় ,
যেই বাদুড় না ছিল পশু , না ছিল পাখি ।
নতুবা চির আদিম সেই ''বুমেরাং'' এর আঘাতে
জন্ম নেবে অজস্র ''অমানুষ'' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন