শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

ইচ্ছা-ঘুম

বিনিমিত শেষ সুর দুটো পটে তোলা থাক,
একের ইচ্ছায়, দুইয়ের ঘুমে গড়া --
ইচ্ছাঘুম ।

দূরবীক্ষণের দুটো লেন্সে দুজনে উঠে বসি ,
একে অবাস্তব  হয়ে দুইয়ে বাস্তব বিম্ব গড়ে
শূন্যে ।

নীল পাড় খসে গেছে,
খেয়ালের নীল খামে খামখেয়ালি
কথা গোঁজা আছে । এইসব ভার্চুয়াল
তরঙ্গ গাছ কেটে ফেললে
বাতাস বয়ে নিয়ে যাক একটাই সুর,

দেখা হবে ইচ্ছা-ঘুমে , এখনও যে দেখা
হওয়া বাকি আছে ইচ্ছে আর ঘুমের ।  

1 টি মন্তব্য: