বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

সফেদ খাম ?


তার নিজের হাতে নীল রং করা , নীলাকাশ বা
নীল সমুদ্দরের নীল না ; নিজের প্রথম রংবাক্সের
সেই খয়ে আসা এবড়োথেবড়ো রংপেন্সিলের নীলে ,
দু-হাত নীলে রাঙিয়ে , বাবার ড্রয়ারে পাওয়া সফেদ
খামটাকে মাখিয়ে গড়া তার প্রথম ও শেষ নীল খাম ।
কয়েক টাকায় কেনা যেত আনকোরা নতুন খাম ,
তবে কিনা তা নীল করে রাখা যেত না , নীলাকাশ
মেঘলা হলে , বৃষ্টি নামলে ,নীল সমুদ্রে ঝড় উঠলে
তাকে যে আর চিরন্তন নীল দেওয়া যেত না ,
উত্তাপে নীল , আর্দ্রতায় নীল, শুষ্কতায় নীল , ঘামে নীল ,
হিমে নীল , বিষে নীল , সুখেও নীল----
যেত দেওয়া ?

তাই আটপৌরে নীল হাতে গড়ে দিল নীল রং
একখানা সফেদ খামে ।

নীল খামের দুটো এক ; তার প্রেরক --- নীলরঙা হাত তার,
আর একটি ঠিকানা ...
মানুষের কিংবা ঘরের । সেই একটি মানুষ কেবলি তার ঘর পাল্টায় ,
বা সেই একটি ঘরে সেই মানুষটি আর থাকে না ।
তাই নীল খাম আর ঠিকানায় পৌছে না ;
নীলরং হাতে নিয়ে মনে তার প্রশ্ন জেগেছিল ,
ঠিকানা খুঁজে পেতে পেতে তার নীলখাম সফেদ হবে না তো ?

না,
সেই নীল হাতে গড়া নীল খাম সফেদ হবার নয় । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন