ক্বদাচিত দুই-একটা রৌদ্রের দিন নজরে আসে ।
রাতে ঘুম হলে স্বপ্নের ট্রেইলার নামে , যেখানে
উত্তাল পদ্মার পাড়ে বসলে বৃষ্টি নামে ; সাদা কাগজ
বাঁচাতে মাথার উপরে ধরা ভাঙ্গা ছাতা দিয়ে যখন
চুল ভিজে তখন আর ভাঙ্গা ছাতা নিয়ে মান-অভিমান
হয় না ।
বৃষ্টিতে প্রতিধ্বনি ভিজে যায় , তাই
স্বপ্ন ছেড়ে ভিজে আসি ।
বাস্তব কে দুইদিকে টানতে টানতে
অট্টহাসি আসে ,
অনেকগুলো গোল গোল মিষ্টি ওষুধ ,
কোন এক নারীকে ( প্রচলিত মা কে )
কপালে জলের ছোঁয়া দিতে পেয়ে
আবার চোখ বুজব ।
এরপর বিকেল চারটায় আবার সাদা
দেয়ালে রৌদ্রকে পিছলে যেতে দেখব ।
সেবার যেন কেউ এক কাপ চা হাতে শুধোন,
"তোমার তো চায়ে বমি হয় ,
আমার সাথে খেয়ে দেখবে এক কাপ ? "
রাতে ঘুম হলে স্বপ্নের ট্রেইলার নামে , যেখানে
উত্তাল পদ্মার পাড়ে বসলে বৃষ্টি নামে ; সাদা কাগজ
বাঁচাতে মাথার উপরে ধরা ভাঙ্গা ছাতা দিয়ে যখন
চুল ভিজে তখন আর ভাঙ্গা ছাতা নিয়ে মান-অভিমান
হয় না ।
বৃষ্টিতে প্রতিধ্বনি ভিজে যায় , তাই
স্বপ্ন ছেড়ে ভিজে আসি ।
বাস্তব কে দুইদিকে টানতে টানতে
অট্টহাসি আসে ,
অনেকগুলো গোল গোল মিষ্টি ওষুধ ,
কোন এক নারীকে ( প্রচলিত মা কে )
কপালে জলের ছোঁয়া দিতে পেয়ে
আবার চোখ বুজব ।
এরপর বিকেল চারটায় আবার সাদা
দেয়ালে রৌদ্রকে পিছলে যেতে দেখব ।
সেবার যেন কেউ এক কাপ চা হাতে শুধোন,
"তোমার তো চায়ে বমি হয় ,
আমার সাথে খেয়ে দেখবে এক কাপ ? "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন