বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

ত্রিকোণমিতিক


এক টাকার  অটুট নোট ভাঙ্গিয়ে আমার হাতে কিছু খুচড়ো পয়সা
তুলে দেওয়া হল । দুই-তিন আনার বেশি  যার খরচ এখনো হয় নি ;
আর যেটুকু বইয়ে দিয়েছিলাম মাঘ আর ফাল্গুনের ভোরে তা হাতে হাতে
ফিরে পেয়েছি বিগত অঘ্রাণ আর আশ্বিনের ঈষৎ হিমেল গত রাতে ।


প্রথমে এক শামুক জীবন ; যা সশব্দ ছিল দাবানলের আগেকার নিস্তব্ধতায় ;
শীতল চাঁদের পাহাড় পেরুতে গিয়ে দেখা মিলল প্রতিধ্বনিত কিংবা প্রতিফলিত
অ্যাপোলোর । সে আমার আগুনে পুড়বার আগে পতঙ্গ দশার ব্যুৎপত্তি ।
এরপর পঙ্গপালের মতন চষে বেড়িয়েছি ভেতরের অনাবাদী জমিতে,
বীজ বুনেছি কথার শব্দের আর খুঁটে খেয়েছি জীবনের দানা ।



এসবের হাত ধরে ধরে পৌঁছেছিলেম অঘ্রাণের এক আসন্ন সোনালি ধানের ক্ষেতে  ,
সেখানে দেখা মিলল দায়ুনিসাসের । "All that glitters
is not gold."-ক্যাস্যান্ড্রার ভবিষ্যদ্বাণী উপেক্ষা করে
পা বাড়িয়েছিলাম তাই পৃথিবীর কেন্দ্রে , কেবলই ওজনহীন হতে হতে ।



সেই কেন্দ্রবিহীন যাত্রায় দেখা মিলল অরফিউসের এক আশ্বিনের  হিমেল রাতে ,
কিছু খুচরো তারাদের জলসায় । এখানেই মেলে দিলাম আমার তৃতীয় নয়ন ;
মরফিউসের খোঁজে, কিছু অনাবাদী কবিতা লিখবার আশায় ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন