যখন আগুন আর রৌদ্র খণ্ডনের গল্প পূবের বাতাসে মিশেছিল ,
আর চকমকি পাথরের ঠোকাঠুকিতে নিমেষেই আগুন জ্বলে উঠেছিল ,
আর্তনাদ ময় চিৎকারে আর পূবের বাতাস তাকে এনে দিয়েছিল
অবাধ প্রশ্রয় ।
যদি নিমেষ মাত্রই হাহাকার তবে অন্য আশ্রয়ের খোঁজ - আবার
সেই পুরনো নষ্ট গল্পের ঝোঁক । আলো আর কালোর মিশেলে
কালোর প্রাখর্য - নষ্ট গল্পের শিরোনাম । আর জারণ শিখায়
বাতাসে এসে মেশে ফুসফুস পোড়া ঘ্রাণ ।
ভেজা বাতাসে নীল গোলা জল, উত্তপ্ত নেশাতুর বিকীর্ণ মেদুর ,
অগণিত রৌদ্র পোড়ার গান , ভেজা বাতাসে বাজে চামড়ার পোড়া ঘ্রাণ ,
আর সমাপ্তি তব আত্মসংঘাতী কল্পনায় , নষ্ট গল্পের খসড়া আর মহড়া
তখন ভাগাড়ের চুলায় ।
" কায়ায় কায়ায় মায়ার ফাঁদ" - মিছে মাংস , চামড়া আর রক্তের পাহাড়
এক শীর্ণ জীর্ণ কে ঘিরে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন