শনিবার, ২০ অক্টোবর, ২০১২

অস্তিত্বের প্রবচন




''কে তুমি?'' এই দুটো শব্দের প্রশ্ন
হবার সঠিকতা কতটুকু ?
আর তার বিপরীতে তোমার নিজের নাম
বা নিজেকে মানুষ বলাটা উত্তর হিসেবেই
বা কতটুকু গ্রহণযোগ্য?
হয়ত এ প্রশ্নের উত্তর বিলীন
তোমার - আমার অচেতনতায় ............

কিসে অস্তিত্ব তোমার -আমার?
মাতৃজরায়ুতে ভ্রূণীয় পরিস্ফুটনের
সাথে সূচনা হল আমাদের পরাশ্রয়ী
অস্তিত্বের...... বেড়ে উঠলাম একতাল
মাংসপিণ্ডের পুনঃপুনঃ বিভেদনে......
তারপর যেদিন তীব্র আলোর ফোটন কণা
আমাদের তীক্ষ্ণ সংবেদনশীল চোখে
আঘাত হানল, সেদিনই বোধহয়
আমাদের পরনির্ভর অস্তিত্বের সূচনা!!!

আজও পরনির্ভরতায় আমাদের দিন
কাটে , জীবন বাঁচে......
একদিন বলেছিলাম তোমায় এই
অস্তিত্বের সমাপ্তির আগে অন্তত
একবারের জন্য হলেও একটি
মুহূর্ত চাই আমার একান্ত নিজের করে-
যেই মুহূর্তে আমি আমার নিজের থেকেও
স্বাধীন হব, আপনাতে আপনি পরাধীন আমি
এবং তুমিও, তাই সেদিন তোমার সহজীবী
অস্তিত্বের প্রস্তাবের বিপরীতে এনেছিলাম
আমার চাবুকসম তীক্ষ্ণ ধারালো যুক্তি
কিন্তু যুক্তি ভেসে যায়
সময়ের সাথে প্রকৃতির নিয়মে---
গভীর মানবীয় সত্ত্বার অপরিচিত
তাড়নায় ।

আজকের এই মুহূর্তে তোমার -আমার
কথা যা বাস্তব , যা সত্যি আমাদের কর্ণকুহরে প্রবেশ
করেছিল, তার অস্তিত্ব কিসে দীর্ঘস্থায়ী হয়?
একদিন এই কথা , এই অস্তিত্বের সংকট
সবই অস্তিত্বহীন হয়ে ধুলোয় মিশে যায়,
তা থকেই আবার জন্ম নেয় নতুন আবেগ-বেগ
নতুন স্বপ্ন আর বাস্তবতার অনির্ণেয়
সীমার অস্তিত্ব .........
আর তা পরিহাস করে আমাদের অতীত
অস্তিত্বকে আর আমরা দুজনই নিত্য
পুরোনো অস্তিত্বের খোলস ঝেড়ে ফেলে
নব অস্তিত্বে আত্মপ্রকাশ করি
ব্যক্ত-গুপ্তরূপে !!!








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন