সোমবার, ১ অক্টোবর, ২০১২

অশুচি অন্তর্মানব



উচ্চকিত কাজল বা উচ্চকিত অহংসমেত
তুমি নারী বা নর যেই হউ না কেন
তোমার তথাকথিত স্ফটিকনিন্দিত – স্বচ্ছসলিল অন্তর্মানবের
কলেবরে আমি দেখেছি আত্মপ্রদর্শনীর উৎকট মোহ 
আর আত্মরক্ষার উগ্র প্রচেষ্টা
তোমার বিক্ষুব্ধতা , রাগ, তর্ক আর রোদনের 
বহু রূপের অন্তরালে আমার চোখে পড়ে 
আত্মসম্মানবোধের ব্যর্থ পোশাক পরানো 
আদিমতা .........

নীলাঞ্জন বা প্রিয়ার জন্য কিনে আনা ‘’নীলা’’ সমেত
তুমি ললনা বা প্রেমিক যেই হউ না কেন
তোমার তথাকথিত প্রেমময় – অনঘ অন্তর্মানবের
কলেবরে আমি দেখেছি কামনার নগ্ন কংকাল
আর ভোগের ভাগাড়
তোমার ভালবাসা , আদর , যুক্তি আর হতাশার
বহু রূপের অন্তরালে আমার চোখে পড়ে
সত্য যুগের সত্য প্রেমের ব্যর্থ পোশাক পরানো
মোহ .........

পরম গতি বা চরম বাস্তববাদ সমেত
যতবড় যুক্তিবাদী বা উপদেষ্টা – যাই তুমি হউ না কেন
তোমার তথাকথিত অতিমাত্রিক আত্মকেন্দ্রিক-স্বার্থপর অন্তর্মানবের
কলেবরে আমি দেখেছি তোমার নিদারুণ একাকীত্বের দারুণ দশা
আর তাকে উপেক্ষার সমরূপ দারুণ বিপরীত দশা
তোমার দৃঢ়তা , কাঠীন্য , নিস্পৃহতা আর অতিবেগুনী কষ্টের
বহু রূপের অন্তরালে আমার চোখে পড়ে
কংক্রীটের ব্যর্থ বোঝা বয়ে বেড়ানো , ভবিষ্যতে
বিলীয়মান এক নগরায়ন আর সভ্যতা ......

পরামাত্রিক অহিংসা বা আত্মনিন্দায় ব্যতিব্যস্ততা সমেত
সিদ্ধার্থ বা গৃহত্যাগী সন্ন্যাসী যেই হউ না তুমি
তোমার তথাকথিত সহনশীল – ক্ষমাশীল অন্তর্মানবের
কলেবরে আমি দেখেছি আত্মপ্রবঞ্চনার পারলৌকিক
সুখ লাভের অলীক মোহ
আর আত্মমহত্ত্বের ক্ষণস্থায়ী শিশিরে সিক্ত হবার অভিলাষ
তোমার সংযম , ত্যাগ , নিষ্ঠা আর স্বেচ্ছায় ঐশ্বর্যের ন্যায় দুঃখ ভোগের
বহু রূপের অন্তরালে আমার চোখে পড়ে
এক বৃদ্ধ অক্ষম অন্তর্মানব .........

আর অবিশ্বাসী আমার অন্তর্মানবের কলেবরেও
আমি খুঁজে পাইনি ‘’ তাঁকে ‘’
আমি ক্রমশ বেড়ে উঠি আত্মিক বর্জ্যের ক্রমবর্ধমানতায়
স্বেচ্ছাচারিতা , বর্ণবাদ , আত্মপ্রবঞ্চনা , পাপ, রূঢ়তা,
মিথ্যা, ঔদ্ধত্য , চিৎকার, হরণ আর অপ্রিয় বাক্যের
আঘাতে আমি ঢেকে দিয়েছি ‘’ তাঁকে ‘’
আমার অবিমিশ্র অন্তর্মানবকে
আর তাঁর জায়গায় দাঁড় করিয়েছি......
এক অশুচি অন্তর্মানব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন