হাতের রেখায় হাত রাখতে না পাওয়া কথা
নীরবতার ভাষায় তবু বদলাবে না যে সত্য
তোমার চোখের রুদ্র অন্বেষা খুঁজে পেতে চায় আমায় ,
পথে ?
তবে কখন কীভাবে কে বলে দেবে সে সময়ের কথা -
যখন আমরা অপেক্ষা থেকে সরে দাঁড়াই !
কালকের কথায় কোথায় থাকবো আমি ?
আজকের দেখায় কী আসবে যাবে !
যদি এর কিছুই আমার চাইবার না হয় -
তবে বলো কোথায় আঁকি আমাদের চিহ্ন ?
রোদের নাচে, পথের ছায়ায় --- যে কবিতা
কেবল তুমি-আমি ছাড়া শোনেনি আর কেউ,
তোমার পায়ের চূড়ায় একাকীত্ব
এখনও যে খাঁচার পাখি ---
তাই সব ভাঙ্গনের আগে ,
ক্ষুধিত ভালোবাসা জন্মানোর আগেই
আমরা বরং অন্য কেউ হই ।
যদি নিজের চাওয়াতেই না পাবো ,
তবে বলো কোথায় আঁকি আমাদের চিহ্ন?
যদি এভাবেই চলবার হয়
তখনও বলো আমায়, কোথায় এঁকে দিই আমাদের চিহ্ন ?
হারায়েছি আমি সেই সুশীতল বাতাস, চিরসবুজ মাঠ ।
হারিয়ে গেছে মায়ের স্নেহ , বাবার সেই বিস্তীর্ণ হৃদয় ;
যেন হারায়েছি সূর্য কে , বিবর্ণ ভূমিতে ঘুমায় মাথা রেখে ,
হেমন্তের ঝরা পাতার মতন , যার আর কোন দুঃখ হয় না ।
কাল বরং আমাকে যেখানেই রাখুক ,
তবু আজও আমি এখানেই, আমাদের সাথে ;
আজও আমি বিস্তৄত আমাদের চিহ্ন কে চিনে নিতে ,
তাহলে এই হোক আমাদের চিহ্ন-রেখা ।
নীরবতার ভাষায় তবু বদলাবে না যে সত্য
তোমার চোখের রুদ্র অন্বেষা খুঁজে পেতে চায় আমায় ,
পথে ?
তবে কখন কীভাবে কে বলে দেবে সে সময়ের কথা -
যখন আমরা অপেক্ষা থেকে সরে দাঁড়াই !
কালকের কথায় কোথায় থাকবো আমি ?
আজকের দেখায় কী আসবে যাবে !
যদি এর কিছুই আমার চাইবার না হয় -
তবে বলো কোথায় আঁকি আমাদের চিহ্ন ?
রোদের নাচে, পথের ছায়ায় --- যে কবিতা
কেবল তুমি-আমি ছাড়া শোনেনি আর কেউ,
তোমার পায়ের চূড়ায় একাকীত্ব
এখনও যে খাঁচার পাখি ---
তাই সব ভাঙ্গনের আগে ,
ক্ষুধিত ভালোবাসা জন্মানোর আগেই
আমরা বরং অন্য কেউ হই ।
যদি নিজের চাওয়াতেই না পাবো ,
তবে বলো কোথায় আঁকি আমাদের চিহ্ন?
যদি এভাবেই চলবার হয়
তখনও বলো আমায়, কোথায় এঁকে দিই আমাদের চিহ্ন ?
হারায়েছি আমি সেই সুশীতল বাতাস, চিরসবুজ মাঠ ।
হারিয়ে গেছে মায়ের স্নেহ , বাবার সেই বিস্তীর্ণ হৃদয় ;
যেন হারায়েছি সূর্য কে , বিবর্ণ ভূমিতে ঘুমায় মাথা রেখে ,
হেমন্তের ঝরা পাতার মতন , যার আর কোন দুঃখ হয় না ।
কাল বরং আমাকে যেখানেই রাখুক ,
তবু আজও আমি এখানেই, আমাদের সাথে ;
আজও আমি বিস্তৄত আমাদের চিহ্ন কে চিনে নিতে ,
তাহলে এই হোক আমাদের চিহ্ন-রেখা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন