সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

বিক্ষিপ্ত - ১


কবিতা খুঁজে নিলে তোমায়
এবং হারালে বারেবার
তারপর উঠোনে কথাগাছ বুনে দিলে ,
এরপর থেকে শেষ রাতে আর কোন
পাখি নেমে এলো না ।

কবিতার ফুলে ফুলে ভারী হয়ে উঠেছে কথাগাছ ।
এবার কবিতার সাজিতে তুলে না দিলে
আবার অপেক্ষার পরের বছর ।

এতদিনে অভ্যস্ত হয়ে যাবার কথা ছিল ,
যদি কবিতা না দিলে প্রাণে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন